মেসাল 6:31-35 Kitabul Mukkadas (MBCL)

31. তবুও যখন সে ধরা পড়বেতখন হয়তো তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে,হয়তো তার ঘরের সমস্ত ধনও তাকে দিয়ে দিতে হবে।

32. যে জেনা করে তার বুদ্ধির অভাব আছে;সে তা করে নিজেকেই ধ্বংস করে।

33. তার ভাগ্যে আছে আঘাত আর অপমান,তার দুর্নাম কখনও মুছে যাবে না;

34. কারণ দিলের জ্বালা স্বামীর ভয়ংকর রাগকে জাগিয়ে তোলে;প্রতিশোধ নেবার সময় সে কোন দয়াই দেখাবে না।

35. কোন ক্ষতিপূরণই সে গ্রহণ করবে না,অনেক বেশী ঘুষ দিলেও সে সন্তুষ্ট হবে না।

মেসাল 6