31. তবুও যখন সে ধরা পড়বেতখন হয়তো তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে,হয়তো তার ঘরের সমস্ত ধনও তাকে দিয়ে দিতে হবে।
32. যে জেনা করে তার বুদ্ধির অভাব আছে;সে তা করে নিজেকেই ধ্বংস করে।
33. তার ভাগ্যে আছে আঘাত আর অপমান,তার দুর্নাম কখনও মুছে যাবে না;
34. কারণ দিলের জ্বালা স্বামীর ভয়ংকর রাগকে জাগিয়ে তোলে;প্রতিশোধ নেবার সময় সে কোন দয়াই দেখাবে না।
35. কোন ক্ষতিপূরণই সে গ্রহণ করবে না,অনেক বেশী ঘুষ দিলেও সে সন্তুষ্ট হবে না।