মেসাল 6:11-19 Kitabul Mukkadas (MBCL)

11. কিন্তু বারে বারে মেহমান আসলে কিংবা অস্ত্রশস্ত্রে সাজাদস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে,ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।

12. যে লোক জঘন্য ও দুষ্টসে খারাপ কথা মুখে নিয়ে ঘুরে বেড়ায়;

13. সে চোখ টিপে ইশারা করে,পা দিয়ে ইংগিত দেয়,আংগুল দিয়ে সংকেত করে,

14. মনে কুটিল চিন্তা নিয়ে সব সময় কুমতলব করেআর গোলমাল বাধায়।

15. সেইজন্য হঠাৎ তার উপরে বিপদ আসবে;মুহূর্তের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে,সে আর উঠতে পারবে না।

16. মাবুদ কমপক্ষে সাতটা জিনিস ঘৃণা করেনযেগুলো তাঁর কাছে জঘন্য:

17. গর্বে ভরা চোখের চাহনি,মিথ্যাবাদী জিভ্‌,নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত,

18. কুমতলব আঁটা অন্তর,অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা,

19. মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী,আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।

মেসাল 6