মেসাল 31:8-14 Kitabul Mukkadas (MBCL)

8. হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে নাতুমি তাদের হয়ে কথা বোলো;অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।

9. চুপ করে থেকো না, ন্যায়বিচার কোরো;দুঃখী আর অভাবীদের অধিকার রক্ষা কোরো।

10. ভাল ও গুণবতী স্ত্রী কে পেতে পারে?প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশী।

11. তাঁর উপর তাঁর স্বামী পরিপূর্ণভাবে ভরসা করেন;তাঁর স্বামীর সব দিক থেকে লাভ হয়।

12. তাঁর জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভাল করেন,ক্ষতি করেন না।

13. তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়েখুশী মনে নিজের হাতে কাজ করেন।

14. তিনি বাণিজ্যের জাহাজের মতদূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।

মেসাল 31