3. স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না;বাদশাহ্দের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।
4. হে লমূয়েল, বাদশাহ্দের পক্ষে, জ্বী, বাদশাহ্দের পক্ষেমদানো আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়;মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।
5. মদ খেয়ে তারা শরীয়ত ভুলে যেতে পারে,আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।
6. যারা মরে যাচ্ছে তাদের মদ দাও।যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুর-রস দাও;