মেসাল 31:17-19 Kitabul Mukkadas (MBCL)

17. তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেনএবং খুব পরিশ্রম করেন।

18. তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে;রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।

19. হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরানআর আংগুল দিয়ে সুতা কাটেন।

মেসাল 31