মেসাল 30:22-26 Kitabul Mukkadas (MBCL)

22. গোলামের ভার যখন সে বাদশাহ্‌ হয়,নীচমনা লোকের ভার যখন সে পেট ভরে খায়,

23. ঘৃণিতা স্ত্রীলোকের ভার যখন সে স্ত্রীর অধিকার পায়,আর বাঁদীর ভার যখন সে কর্ত্রীর স্থান পায়।

24. দুনিয়াতে চারটা জিনিস ছোট, তবুও সেগুলো খুব জ্ঞানে পূর্ণ-

25. পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম,তবুও গরমকালে তারা খাবার জমা করে;

26. শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই কম,তবুও খাড়া পাথরের গায়ে তারা ঘর বাঁধে;

মেসাল 30