মেসাল 28:2-5 Kitabul Mukkadas (MBCL)

2. দেশের লোকদের অন্যায়ের ফলে অনেক শাসনকর্তা হয়,কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান শাসনকর্তা শৃঙ্খলা বজায় রাখেন।

3. যে গরীব নেতা অসহায়দের উপর জুলুম করেসে এমন বৃষ্টির ঢলের মত যার পরে আর কোন ফসল থাকে না।

4. যারা মাবুদের শরীয়ত ত্যাগ করেতারা দুষ্টদের প্রশংসা করে,কিন্তু যারা তা মানে তারা দুষ্টদের বিরুদ্ধে দাঁড়ায়।

5. খারাপ লোকেরা ন্যায়বিচার সম্বন্ধে বোঝে না,কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলেতাদের নেকী-বদী বুঝবার শক্তি আছে।

মেসাল 28