মেসাল 27:23-27 Kitabul Mukkadas (MBCL)

23. তোমার ছাগল-ভেড়ার পালের অবস্থাতুমি ভাল করে জেনে রেখো,আর তোমার পশুপালের দিকে মনোযোগ দিয়ো;

24. কারণ ধন চিরস্থায়ী নয়,আর তাজও বংশের পর বংশের জন্য টিকে থাকে না।

25. ক্ষেত থেকে যখন খড় কেটে ফেলা হবে এবং নতুন ঘাস গজাবেআর পাহাড় থেকে ঘাস কেটে আনা হবে,

26. তখন ভেড়ার বাচ্চারা তোমার কাপড় যোগাবে,আর ছাগল দেবে নতুন জমির দাম;

27. এছাড়া তোমার ও তোমার পরিবারের জন্যতুমি যথেষ্ট দুধ পাবে;তোমার যুবতী চাকরাণীরাও তা খেয়ে পুষ্ট হবে।

মেসাল 27