মেসাল 26:26-28 Kitabul Mukkadas (MBCL)

26. তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকেতবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।

27. যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে;যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।

28. মিথ্যাবাদী তার জিভ্‌ দিয়ে যাদের আঘাত করেছেতাদের সে ঘৃণা করে,আর খোশামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।

মেসাল 26