23. এগুলোও জ্ঞানীদের বলা কথা।বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়।
24. যে লোক দোষীকে বলে, “তুমি নির্দোষ,”বিভিন্ন দেশের লোকেরা তার নিন্দা করে,আর বিভিন্ন জাতি তাকে বদদোয়া দেয়।
25. কিন্তু দোষীকে যারা দোষী বলে রায় দেয়তাদের উপর প্রচুর দোয়া পড়ে,আর তারা সুখী হয়।
26. ভণ্ডামিশূন্য জবাব পাওয়া চুম্বন পাওয়ার মত।