17. তোমার শত্রু পড়ে গেলে আনন্দ বোধ কোরো না;সে উচোট খেলে তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
18. যদি তা কর তাহলে মাবুদ তা দেখে রাগ করবেন,আর শত্রুর উপর থেকে তাঁর রাগ সরিয়ে নেবেন।
19. তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না,কিংবা খারাপ লোকদের দেখে হিংসা কোরো না;
20. কারণ দুষ্ট লোকের ভবিষ্যতের কোন আশা নেই,আর খারাপ লোকদের জীবন-বাতি নিভে যাবে।
21. ছেলে আমার, মাবুদ ও বাদশাহ্কে ভয় কর,আর বিদ্রোহীদের সংগে যোগ দিয়ো না;