মেসাল 22:13-15 Kitabul Mukkadas (MBCL)

13. অলস বলে, “বাইরে সিংহ আছে,রাস্তায় গেলে আমি মারা পড়ব।”

14. জেনাকারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত;যে লোক মাবুদের রাগের পাত্র সে তার মধ্যে পড়বে।

15. ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে,কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়।

মেসাল 22