মেসাল 21:22-28 Kitabul Mukkadas (MBCL)

22. জ্ঞানী লোক শক্তিশালীদের শহর হামলা করেআর যে কেল্লার উপর তারা ভরসা করত তা ধ্বংস করে ফেলে।

23. যে তার মুখ ও জিভ্‌ সাবধানে রাখেসে বিপদ থেকে নিজেকে রক্ষা করে।

24. গর্বিত ও অহংকারী লোকের নাম হল “ঠাট্টা-বিদ্রূপকারী”;সে অতিরিক্ত গর্বের সংগে কাজ করে।

25. অলসের কামনা তার মৃত্যু ঘটায়,কারণ তার হাত কাজ করতে অস্বীকার করে।

26. এমন লোক আছে যে সব সময় লোভ করে,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক খোলা হাতে দান করে।

27. দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন,আর তা যদি খারাপ উদ্দেশ্যে আনা হয়তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।

28. মিথ্যা সাক্ষী ধ্বংস হয়ে যাবে,কিন্তু যে লোক মনোযোগ দিয়ে শোনে তার কথা চিরকাল স্থায়ী।

মেসাল 21