মেসাল 20:4-14 Kitabul Mukkadas (MBCL)

4. অলস লোক শীতকালে চাষ করে না,সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।

5. মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা পানি,কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।

6. অনেক লোক নিজেদের বিশ্বস্ত বলে দাবি করে,কিন্তু বিশ্বাসযোগ্য লোক কে খুঁজে পায়?

7. আল্লাহ্‌ভক্ত লোক সততায় চলাফেরা করেন;ধন্য তাঁর বংশধরেরা!

8. বাদশাহ্‌ যখন বিচার করতে সিংহাসনে বসেনতখন চোখের চাহনি দিয়ে তিনি সমস্ত দুষ্টতাকে দূর করে দেন।

9. কে বলতে পারে, “আমার অন্তর আমি খাঁটি করেছি,আমার গুনাহ্‌ থেকে আমি পরিষ্কার হয়েছি”?

10. বেঠিক বাটখারা ও মাপ- এ দু’টাই মাবুদ ঘৃণা করেন।

11. কিশোর-কিশোরীদের কাজকর্ম খাঁটি ও ঠিক হোক বা না হোক,সেই কাজের দ্বারাই তারা নিজেদের পরিচয় দেয়।

12. শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ-মাবুদ এ দু’টাই সৃষ্টি করেছেন।

13. ঘুম ভালবেসো না, তাতে তুমি গরীব হবে;জেগে থাক, তাতে তোমার যথেষ্ট খাবার থাকবে।

14. খদ্দের বলে, “ওটা ভাল নয়, ভাল নয়।”তারপর সে কিনে নিয়ে চলে যায়আর তার কেনা জিনিস নিয়ে গর্ব করে।

মেসাল 20