মেসাল 20:22-24 Kitabul Mukkadas (MBCL)

22. তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।”মাবুদের জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকেতোমাকে রক্ষা করবেন।

23. মাবুদ বেঠিক বাটখারা ঘৃণা করেন;ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।

24. বীরপুরুষের চলবার পথ যদি মাবুদই ঠিক করে দেন,তাহলে সাধারণ মানুষ তার নিজের পথকেমন করে বুঝতে পারবে?

মেসাল 20