17. সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছেআর তার আল্লাহ্র স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে।
18. তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে,তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে।
19. যারা তার কাছে যায় তাদের কেউ আর ফিরে আসে না,তারা বাঁচবার পথ পায় না।
20. জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবেযাতে তুমি ভাল লোকদের পথে,আল্লাহ্ভক্তদের পথে চলতে পার।