মেসাল 18:12-17 Kitabul Mukkadas (MBCL)

12. মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে,কিন্তু নম্রতা সম্মান আনে।

13. শুনবার আগেই যে লোক জবাব দেয়তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।

14. দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে,কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?

15. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে,আর জ্ঞানীদের কান জ্ঞানের তালাশ করে।

16. উপহার মানুষের জন্য পথ করে দেয়আর বড়লোকদের সামনে তাকে উপস্থিত করে।

17. মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলেতার কথা সত্যি মনে হয়,যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।

মেসাল 18