মেসাল 16:28-33 Kitabul Mukkadas (MBCL)

28. যে লোক কুটিল সে ঝগড়া খুঁচিয়ে তোলে,আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।

29. জুলুমবাজ লোকের জীবন দেখে অন্যেরা লোভে পড়েআর কুপথে যায়।

30. যে লোক চোখ টেপে সে কুমতলব করে;যে লোক ঠোঁট বাঁকায় সে খারাপ কাজ করবে বলে ঠিক করেছে।

31. পাকা চুল হল সৌন্দর্যের তাজ;আল্লাহ্‌র প্রতি ভয়পূর্ণ জীবন কাটিয়ে তা পাওয়া যায়।

32. যে সহজে রাগ করে না সে যোদ্ধার চেয়ে ভাল;যে শহর জয় করে তার চেয়েযে নিজেকে দমনে রাখে সে ভাল।

33. লোকে গুলিবাঁট করে,কিন্তু তার ফলাফল মাবুদই ঠিক করেন।

মেসাল 16