মেসাল 15:23-26 Kitabul Mukkadas (MBCL)

23. যে লোক উপযুক্ত জবাব দিতে পারে সে খুশী হয়;ঠিক সময়ে বলা কথা কেমন ভাল!

24. বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়,আর তাতে সে নীচে কবরে যাওয়া থেকে রক্ষা পায়।

25. মাবুদ অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন,কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।

26. মাবুদ সব কুমতলব ঘৃণা করেন,কিন্তু উপকারের কথাবার্তা তাঁর চোখে খাঁটি।

মেসাল 15