23. সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে,কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়।
24. জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন,কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়।
25. যে সাক্ষী সত্যি কথা বলে সে অন্যের জীবন রক্ষা করে,কিন্তু মিথ্যা সাক্ষী ছলনা করে।
26. মাবুদের প্রতি ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসেআর তার ছেলেমেয়েদের জন্য আশ্রয়স্থান থাকে।
27. মাবুদের প্রতি ভয় জীবনের ঝর্ণার মত;তা লোককে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।
28. লোকসংখ্যা বেশী হলে বাদশাহ্র গৌরব হয়,কিন্তু প্রজা কম থাকলে বাদশাহ্র সর্বনাশ হয়।
29. যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান,কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।