মেসাল 13:21-25 Kitabul Mukkadas (MBCL)

21. অবনতি গুনাহ্‌গারদের পিছনে পিছনে ছুটে আসে,কিন্তু উন্নতি হল আল্লাহ্‌ভক্তদের পাওনা।

22. ভাল লোক তার নাতি-নাতনীদের জন্য অধিকার রেখে যায়,কিন্তু গুনাহ্‌গারের ধন আল্লাহ্‌ভক্তদের জন্যই জমা করা হয়।

23. গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়,কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।

24. যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না,কিন্তু যে তাকে ভালবাসেসে তার শাসনের দিকে মনোযোগ দেয়।

25. আল্লাহ্‌ভক্ত লোকেরা পেট ভরে খায়,কিন্তু দুষ্টেরা পেট ভরে খেতে পায় না।

মেসাল 13