মেসাল 12:20-27 Kitabul Mukkadas (MBCL)

20. যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে,কিন্তু যারা ভালোর পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।

21. আল্লাহ্‌ভক্ত লোকদের জীবনে অবনতি হয় না,কিন্তু দুষ্টদের জীবন অবনতিতে পূর্ণ থাকে।

22. মিথ্যাবাদী মুখকে মাবুদ ঘৃণা করেন,কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলেতাদের উপর তিনি সন্তুষ্ট হন।

23. সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না,কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।

24. পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে,কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।

25. দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে,কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।

26. আল্লাহ্‌ভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়,কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।

27. অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না,কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।

মেসাল 12