মেসাল 12:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. যে লোক শাসন ভালবাসে সে জ্ঞান ভালবাসে,কিন্তু যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে পশুর সমান।

2. ভাল লোক মাবুদের কাছ থেকে রহমত পায়,কিন্তু যে কুমতলব করে মাবুদ তাকে দোষী বলে স্থির করেন।

3. খারাপী দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।

4. ভাল ও গুণবতী স্ত্রী স্বামীর মাথার তাজের মত,কিন্তু যে স্ত্রী লজ্জার কাজ করেসে তার স্বামীর পচা হাড়ের মত।

মেসাল 12