মেসাল 11:29-31 Kitabul Mukkadas (MBCL)

29. যে তার পরিবারে কষ্ট নিয়ে আসেতার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না;আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের গোলাম হবে।

30. আল্লাহ্‌ভক্ত লোক অন্যদের কাছে জীবন্তগাছের মত;যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী।

31. এই দুনিয়াতেই যদি আল্লাহ্‌ভক্ত লোকদের পাওনা পেতে হয়,তবে দুষ্ট এবং গুনাহ্‌গার লোকেরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।

মেসাল 11