মেসাল 11:11-14 Kitabul Mukkadas (MBCL)

11. সৎ লোকেরা আল্লাহ্‌র দোয়া পেলে শহরের উন্নতি হয়,কিন্তু দুষ্টদের মুখের দ্বারা শহরের সর্বনাশ হয়।

12. যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্‌ সামলায়।

13. যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গোপন কথা বলে দেয়,কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।

14. উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়,কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।

মেসাল 11