মেসাল 1:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. দাউদের ছেলে ইসরাইলের বাদশাহ্‌ সোলায়মানের সৎ উপদেশ।

2. এগুলো লেখা হয়েছে যেন লোকে সুবুদ্ধি এবং শিক্ষা পায়,যেন তাদের বিচারবুদ্ধি বাড়ে,

3. যেন লোকে অন্যের সংগে বিবেচনা করে চলে,যেন সকলের সংগে তারা উপযুক্ত, ন্যায় ও সৎ ব্যবহার করে,

4. যেন বোকা লোকেরা চালাক হয়আর যুবকেরা জ্ঞান ও বিচারবুদ্ধি পায়,

মেসাল 1