60. তারা কিভাবে প্রতিশোধ নিয়েছে তা তুমি দেখেছ,দেখেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র।
61. হে মাবুদ, তাদের টিট্কারির কথা তুমি শুনেছ,শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা।
62. আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধেকত ফিস্ ফিস্ করে ও নানা কথা বলে।
63. দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়েআমাকে ঠাট্টা-বিদ্রূপ করে।
64. হে মাবুদ, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও।