মাতম 3:50-57 Kitabul Mukkadas (MBCL)

50. যে পর্যন্ত না মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেন।

51. আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি,তাতে আমার প্রাণ কাঁদছে।

52. বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিলতারা পাখীর মত করে আমাকে শিকার করেছে।

53. তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছেএবং আমার উপর পাথর ছুঁড়েছে।

54. আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেছে,আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি।

55. হে মাবুদ, সেই গভীর গর্তের মধ্য থেকেআমি তোমাকে ডাকলাম।

56. তুমি আমার এই মিনতি শুনেছিলে,“সাহায্যের জন্য আমার কান্নার প্রতিতুমি কান বন্ধ করে রেখো না।”

57. আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ,“ভয় কোরো না।”

মাতম 3