42. “আমরা গুনাহ্ করেছি, বিদ্রোহ করেছি;তুমি মাফ কর নি।
43. তুমি রাগ দিয়ে নিজেকে ঢেকে আমাদের তাড়া করেছ;মমতা না করে তুমি মেরে ফেলেছ।
44. তুমি মেঘ দিয়ে নিজেকে ঢেকেছযাতে কোন মুনাজাত তার মধ্য দিয়ে যেতে না পারে।
45. জাতিদের মধ্যে তুমি আমাদের করেছময়লা ও আবর্জনার মত।
46. আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধেমুখ বড় করে হা করেছে।
47. আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।”