3. সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধেবারে বারে তাঁর হাত তুলেছেন।
4. আমার চামড়া ও গোশ্তকে তিনি শুকিয়ে ফেলেছেনআর হাড়গুলো ভেংগে দিয়েছেন।
5. তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়েআমাকে আটক করে ঘিরে রেখেছেন।
6. যারা অনেক দিন আগে মারা গেছেতাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন।