মাতম 3:21-30 Kitabul Mukkadas (MBCL)

21. তবুও আমার আশা আছে,কারণ আমি এই কথা মনে করি:

22. মাবুদের অটল মহব্বতের জন্য আমরা ধ্বংস হচ্ছি না,কারণ তাঁর মমতা কখনও শেষ হয় না;

23. প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;তাঁর বিশ্বস্ততা মহৎ।

24. আমি মনে মনে বলি, “মাবুদই আমার সম্পত্তি,তাই আমি তাঁর উপর আশা রাখব।”

25. মাবুদের উপর যারা আশা রাখে ও তাঁর উপর ভরসা করেতাদের তিনি উপকার করেন।

26. মাবুদ উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।

27. যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।

28. মাবুদই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।

29. সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।

30. যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।

মাতম 3