মাতম 3:20-25 Kitabul Mukkadas (MBCL)

20. তা সব সময়ই আমার মনে আছে,আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে।

21. তবুও আমার আশা আছে,কারণ আমি এই কথা মনে করি:

22. মাবুদের অটল মহব্বতের জন্য আমরা ধ্বংস হচ্ছি না,কারণ তাঁর মমতা কখনও শেষ হয় না;

23. প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;তাঁর বিশ্বস্ততা মহৎ।

24. আমি মনে মনে বলি, “মাবুদই আমার সম্পত্তি,তাই আমি তাঁর উপর আশা রাখব।”

25. মাবুদের উপর যারা আশা রাখে ও তাঁর উপর ভরসা করেতাদের তিনি উপকার করেন।

মাতম 3