13. তাঁর তূণ থেকে তীর নিয়েতিনি আমার দিল ছিদ্র করেছেন।
14. আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি;তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।
15. তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন,বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন।
16. তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেনআর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন।
17. শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে;সুখ কি, তা আমি ভুলে গেছি।