মাতম 2:17-19 Kitabul Mukkadas (MBCL)

17. মাবুদ তাঁর পরিকল্পনামতই কাজ করেছেন;যে কথা তিনি অনেক আগেই বলেছিলেনসেই কথা পূর্ণ করেছেন।তিনি মমতা না করেই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন;শত্রুকে তোমার বিরুদ্ধে তিনি আনন্দ করতে দিয়েছেন,তোমার বিপক্ষদের শক্তি বাড়িয়ে দিয়েছেন।

18. তোমার লোকদের অন্তর মাবুদের কাছে কেঁদে কেঁদে বলেছে,“হে সিয়োন্তকন্যার দেয়াল,তোমার চোখের পানি দিনরাত নদীর মত বয়ে যাক;তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না,চোখকেও বিশ্রাম দিয়ো না।

19. ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো;মাবুদের সামনে পানির মত ঢেলে দাও তোমার দিল।তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায়রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে,তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”

মাতম 2