মাতম 2:12-14 Kitabul Mukkadas (MBCL)

12. তারা তাদের মায়েদের বলে,“রুটি আর আংগুর-রস কোথায়?”এই বলে তারা শহরের খোলা জায়গাগুলোতে আহত লোকের মতঅজ্ঞান হয়ে পড়ছে;মায়ের কোলের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।

13. হে জেরুজালেম-কন্যা, আমি কি কথা বলে তোমার পক্ষ নেব?কিসের সংগে আমি তোমার তুলনা করব?হে সিয়োন্তকন্যা, তোমাকে সান্ত্বনা দেবার জন্যআমি কিসের সংগে তোমাকে সমান করে দেখব?তোমার আঘাত সাগরের মত বড়;কে তোমাকে সুস্থ করতে পারে?

14. তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে;তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায়সেজন্য তারা তোমার গুনাহ্‌ দেখিয়ে দেয় নি।ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা;তা তোমাদের ভুল পথে চালিয়েছে।

মাতম 2