মথি 4:5-12-13 Kitabul Mukkadas (MBCL)

10. তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে,তুমি তোমার মাবুদ আল্লাহ্‌কেই ভয় করবে,কেবল তাঁরই এবাদত করবে।”

11. তখন ইবলিস তাঁকে ছেড়ে চলে গেল, আর ফেরেশতারা এসে তাঁর সেবা করতে লাগলেন।

মথি 4