1. পরে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তবলিগ করতে লাগলেন,
2. “তওবা কর, কারণ বেহেশতী রাজ্য কাছে এসে গেছে।”
3. এই ইয়াহিয়ার বিষয়েই নবী ইশাইয়া বলেছিলেন,মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মাবুদের পথ ঠিক কর;তাঁর রাস্তা সোজা কর।”
4. ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তাঁর কোমরে চামড়ার কোমর-বাঁধনি ছিল। তিনি পংগপাল ও বনমধু খেতেন।