পয়দায়েশ 49:15-20 Kitabul Mukkadas (MBCL)

15. সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের,তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবেআর গোলামের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।

16. “দান ইসরাইলের একটা গোষ্ঠী হিসাবেতার লোকদের বিচার করবে।

17. সে হবে চলার পথের সাপ, ভয়ংকর বিষাক্ত সাপ;সে ঘোড়ার পায়ে ছোবল মারবে,আর ঘোড়সওয়ার উল্টে পিছন দিকে পড়ে যাবে।

18. “হে মাবুদ, তুমি উদ্ধার করবেআমি সেই অপেক্ষায় আছি।

19. “গাদকে সৈন্যের দল হামলা করবে,কিন্তু সে-ও তাদের পাল্টা হামলা করবে।

20. “আশেরের জমিতে প্রচুর পরিমাণে ভাল ফসল জন্মাবে;সে বাদশাহ্‌র উপযুক্ত খাবার যোগান দেবে।

পয়দায়েশ 49