15. তারপর তিনি ইউসুফকে দোয়া করে বললেন,“সেই আল্লাহ্, যাঁর ইচ্ছামত আমার পূর্বপুরুষ ইব্রাহিম আর ইসহাক চলতেন,আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্তযিনি আমাকে রাখালের মত পালন করে আসছেন,
16. সেই ফেরেশতা, যিনি আমাকে সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করেছেন,তিনি এই ছেলেদের দোয়া করুন।এদের মধ্য দিয়েই আমার ও আমার পূর্বপুরুষইব্রাহিম ও ইসহাকের নাম বেঁচে থাকুক।আমাদের দেশের মধ্যে তাদের বংশের লোকেরাসংখ্যায় অনেক বেড়ে উঠুক।”
17-18. পিতা তাঁর ডান হাতখানা আফরাহীমের মাথার উপর রেখেছেন দেখে ইউসুফ খুশী হলেন না। তিনি তা আফরাহীমের মাথার উপর থেকে সরিয়ে মানশার মাথার উপর রাখবার উদ্দেশ্যে তাঁর বাবার হাত ধরে বললেন, “বাবা, এইভাবে নয়। এই যে আমার বড় ছেলে। তোমার ডান হাত এর মাথার উপরে রাখ।”