পয়দায়েশ 46:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. যে সব পশু ও ধন-সম্পত্তি তারা কেনান দেশে লাভ করেছিল সেই সব নিয়ে ইয়াকুব ও তাঁর পরিবারের সবাই মিসরে গেলেন।

7. ইয়াকুব তাঁর ছেলেমেয়ে ও নাতি-নাত্‌নীদের, অর্থাৎ তাঁর বংশের সবাইকে নিয়ে মিসরে গেলেন।

8. ইসরাইলীয়রা, অর্থাৎ ইয়াকুব ও তাঁর বংশের লোকেরা যারা মিসরে গিয়েছিল তাদের তালিকা:ইয়াকুবের বড় ছেলে রূবেণ।

9. রূবেণের ছেলে হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

10. শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও শৌল। শৌল একজন কেনানীয় স্ত্রীলোকের সন্তান।

11. লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারি।

পয়দায়েশ 46