পয়দায়েশ 36:22-28 Kitabul Mukkadas (MBCL)

22. লোটনের ছেলেদের নাম হল হোরী আর হেমম। লোটনের বোনের নাম তিম্না।

23. শোবলের ছেলেদের নাম হল অল্‌বন, মানহৎ, এবল, শফো এবং ওনম।

24. সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরুভূমির মধ্যে গরম পানির ঝর্ণার খোঁজ পেয়েছিলেন।

25. অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা।

26. দিশোনের ছেলেদের নাম হল হিম্‌দন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ।

27. এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন।

28. দীশনের ছেলেদের নাম হল আওস ও অরাণ।

পয়দায়েশ 36