24. রাহেলার গর্ভে জন্মেছিল ইউসুফ আর বিন্ইয়ামীন।
25. রাহেলার বাঁদী বিল্হার গর্ভে জন্মেছিল দান আর নপ্তালি।
26. লেয়ার বাঁদী সিল্পার গর্ভে জন্মেছিল গাদ আর আশের। পদ্দন-ইরামে ইয়াকুবের এই সব ছেলের জন্ম হয়েছিল।
27. শেষে ইয়াকুব কিরিয়ৎ-অর্বের, অর্থাৎ হেবরনের কাছে মম্রি শহরে তাঁর পিতা ইসহাকের কাছে আসলেন। এই এলাকাতেই ইব্রাহিম ও ইসহাক বাস করতেন।
28. ইসহাক একশো আশি বছর বেঁচে ছিলেন।
29. একটি পরিপূর্ণ জীবন কাটিয়ে তিনি বুড়ো বয়সে ইন্তেকাল করে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁর ছেলে ইস্ আর ইয়াকুব তাঁকে দাফন করলেন।