“যে দশটা শিং তুমি দেখেছ ওগুলো হল দশজন বাদশাহ্। তারা এখনও রাজত্ব করতে শুরু করে নি, কিন্তু তারা সেই জন্তুর সংগে অল্প সময়ের জন্য বাদশাহ্ হিসাবে রাজত্ব করবার ক্ষমতা পাবে।