26. তারপর আমি তাদের বললাম, “ইসরাইলের বাদশাহ্ সোলায়মান এই রকম বিয়ে করবার দরুন গুনাহ্ করেছিলেন। অন্য কোন জাতির মধ্যে তাঁর মত বাদশাহ্ কেউ-ই ছিলেন না এবং আল্লাহ্ তাঁকে মহব্বত করতেন আর তাঁকে সমস্ত বনি-ইসরাইলদের উপর বাদশাহ্ করেছিলেন, কিন্তু তবুও তিনি বিদেশী স্ত্রীলোকদের দরুন গুনাহ্ করেছিলেন।
27. এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে, তোমরাও এই সব ভীষণ দুষ্টতার কাজ করেছ, অর্থাৎ বিদেশী স্ত্রীলোকদের বিয়ে করে আমাদের আল্লাহ্র প্রতি বেঈমানী করেছ?”
28. প্রধান ইমাম ইলিয়াশীবের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের মেয়েকে বিয়ে করেছিল। সেইজন্য আমি সেই ছেলেকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।
29. হে আমার আল্লাহ্, এদের কথা মনে রেখো, কারণ এরা ইমামের পদ নাপাক করেছে এবং ইমাম ও লেবীয়দের কাজের চুক্তি ভেংগেছে।