তোমরা তখন বলেছিলে, ‘আমাদের মাবুদ আল্লাহ্ যে কত গৌরবময় ও মহান তা তিনি আমাদের দেখিয়েছেন আর আগুনের মধ্য থেকে আমরা তাঁর গলার আওয়াজ শুনতে পেয়েছি। আজকে আমরা বুঝতে পারলাম যে, আল্লাহ্ কারও কাছে কথা বলবার পরেও সে বেঁচে থাকতে পারে।