দ্বিতীয় বিবরণ 33:24-27 Kitabul Mukkadas (MBCL)

24. আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,“আশের অন্যের চেয়ে বেশী দোয়া পাবে;সে যেন ভাইদের প্রিয় হয়,তার পা দু’খানা যেন জলপাই তেলের মধ্যে ডুবে থাকে।

25. লোহা আর ব্রোঞ্জের আগল দিয়েতার সদর দরজা বাঁধা থাকবে।যতদিন সে বেঁচে থাকবেততদিন তার গায়ে শক্তি থাকবে।”

26. মূসা বলেছিলেন, “ইসরাইলের আল্লাহ্‌র মত আর কেউ নেই।তোমার সাহায্যকারী হবার জন্য মেঘের উপর চড়েনিজের মহিমায় তিনি আসমান-পথে চলেন।

27. যিনি আদিকালের আল্লাহ্‌ তিনিই তোমার আশ্রয়;তাঁর চিরকালের হাতে তিনিই তোমাকে ধরে আছেন।তোমার সামনে যত শত্রু আছেতিনি তাদের তাড়িয়ে দেবেন;তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’

দ্বিতীয় বিবরণ 33