দ্বিতীয় বিবরণ 32:4-9 Kitabul Mukkadas (MBCL)

4. তিনিই আশ্রয়-পাহাড়, তাঁর কাজ নিখুঁত;তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ।তিনি নির্ভরযোগ্য আল্লাহ্‌,তিনি কোন অন্যায় করেন না;তিনি ন্যায়বান ও সৎ।

5. তাঁর প্রতি তাঁর বান্দারা জঘন্য ব্যবহার করেছে।তাদের অন্তরের কলংকের জন্যতারা আর তাঁর সন্তান নয়।তারা বেঈমান, তাদের মন সরল নয়।

6. হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!এমনি করেই কি তোমরা মাবুদকে শোধ দেবে?তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন?তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।

7. সেই পুরানো দিনগুলোর কথা মনে কর;তোমাদের অনেক দিন আগেকার পূর্বপুরুষদের কথা ভেবে দেখ।সেই সব দিনের কথা তোমাদের পিতাদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বলবেন;বুড়ো লোকদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।

8. আল্লাহ্‌তা’লা যখন বিভিন্ন জাতিকে সম্পত্তিভাগ করে দিলেন,আর মানুষকে ভিন্ন ভিন্ন জাতিতে ভাগ করলেন,তখন ইসরাইল জাতির লোকসংখ্যা মনে রেখেতিনি অন্য জাতিদের সীমানা ঠিক করে দিলেন।

9. মাবুদের পাওনা ভাগই হল তাঁর বান্দারা;ইয়াকুব, হ্যাঁ, ইসরাইল জাতি হল তাঁর পাওনা সম্পত্তি।

45-46. সমস্ত বনি-ইসরাইলদের কাছে মূসা তা বলা শেষ করে তাদের বললেন, “যে কথাগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবার জন্য আজ আমি তোমাদের বললাম তা তোমরা মনে গেঁথে রাখ যাতে এই শরীয়তের সব কথা যত্নের সংগে পালন করবার জন্য তোমাদের ছেলেমেয়েদের হুকুম দিতে পার।

দ্বিতীয় বিবরণ 32