দ্বিতীয় বিবরণ 32:14-24 Kitabul Mukkadas (MBCL)

14. তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ,আর খাওয়ালেন মোটাসোটা ভেড়ার বাচ্চার গোশ্‌ত,ছাগলের গোশ্‌ত আর বাশন দেশের পুরুষ ভেড়ার গোশ্‌ত।তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম।হে ইসরাইল, তুমি গেঁজে ওঠা আংগুর-রস খেয়েছ।

15. কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল।হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়েভারী ও মোটা হয়েছ।তারপর সে তার সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে ত্যাগ করল,আর ছোট করে দেখল তার আশ্রয়-পাহাড়কে।

16. দেবতা পূজায় তাঁর বান্দারাতাঁর পাওনা এবাদতের আগ্রহে আগুন লাগাল,জঘন্য মূর্তি পূজায় তাঁর রাগ জাগাল।

17. তারা কোরবানী দিল ভূতদের উদ্দেশে যারা মাবুদ নয়,তারা কোরবানী দিল নতুন দেব-দেবীর উদ্দেশে,যারা মাত্র কিছুদিন আগে দেখা দিয়েছে,যাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।

18. সেই আশ্রয়-পাহাড় তোমরা অবহেলা করেছযিনি তোমাদের পিতা;সেই আল্লাহ্‌কে তোমরা ভুলে গেছযিনি মায়ের মত প্রসব-বেদনার মধ্য দিয়েতোমাদের দুনিয়াতে এনেছেন।

19. তা দেখে মাবুদ তাঁর ছেলেমেয়েদের দিক থেকেমুখ ফিরিয়ে নিলেন,কারণ তারা তাঁর রাগ জাগিয়ে তুলেছিল।

20. তিনি বললেন, “আমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব,শেষে তাদের দশা কি হয় দেখব;কারণ এরা উল্টা পথে চলা জাতি, বেঈমান সন্তান।

21. আল্লাহ্‌ নয় এমন দেবতার পূজা করেতারা আমার পাওনা এবাদতের আগ্রহে আগুন লাগিয়েছে;অসার মূর্তির পূজা করেতারা আমার রাগ জাগিয়ে তুলেছে।জাতিই নয় এমন জাতির হাতে ফেলেআমিও তাদের অন্তরে আগুন জ্বালাব;একটা অবুঝ জাতির হাতে ফেলেতাদের রাগ জাগাব।

22. আমার রাগের আগুন জ্বলে উঠেছে;সেই আগুন জ্বলছে কবরের সবচেয়ে নীচু জায়গা পর্যন্ত।সেই আগুন দুনিয়া ও তার সব ফসল খেয়ে ফেলবেআর আগুন লাগাবে সব পাহাড়ের তলায়।

23. “আমি সমস্ত বিপদ এনে তাদের উপর জড়ো করব;আমার সব তীর আমি তাদেরই উপর শেষ করব।

24. আমি তাদের উপর দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ,ধ্বংসকারী মহামারী আর কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব।তাদের বিরুদ্ধে আমি বুনো দাঁতাল পশুআর বুকে ভর করে চলা বিষাক্ত সাপ পাঠিয়ে দেব।

দ্বিতীয় বিবরণ 32