দ্বিতীয় বিবরণ 13:9-13 Kitabul Mukkadas (MBCL)

9. তাকে হত্যা করতেই হবে। তাকে হত্যা করবার কাজটা তুমি নিজের হাতেই শুরু করবে, তারপর অন্য সবাই যোগ দেবে।

10. যিনি তোমাকে মিসর দেশের গোলামী থেকে বের করে এনেছেন তোমার সেই মাবুদ আল্লাহ্‌র দিক থেকে সে তোমাকে ফিরাবার চেষ্টা করেছে বলে তাকে তুমি পাথর ছুঁড়ে হত্যা করবে।

11. তাতে বনি-ইসরাইলরা সকলে সেই কথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এই রকম খারাপ কাজ করবে না।

12. “তোমাদের মাবুদ আল্লাহ্‌ যে সব গ্রাম বা শহর তোমাদের বাস করবার জন্য দিতে যাচ্ছেন তার কোনটা সম্বন্ধে হয়তো তোমরা শুনতে পাবে যে,

13. সেখানকার বনি-ইসরাইলদের মধ্যে কিছু দুষ্ট লোক দেখা দিয়েছে যারা সেখানকার লোকদের এই বলে বিপথে টেনে নিয়ে গিয়েছে, ‘চল, আমরা দেব-দেবীর পূজা করি,’ যে দেব-দেবী তোমাদের কাছে নতুন।

দ্বিতীয় বিবরণ 13