24. সেইজন্য তিনি সেই হাত পাঠিয়ে এই কথা লিখিয়েছেন।
25. “সেই লেখাটা হল এই: ‘মিনে মিনে তকেল উপারসীন।’
26. ঐ কথাগুলোর অর্থ হল: মিনে, অর্থাৎ গোণা- আল্লাহ্ আপনার রাজত্বের দিনগুলো গুণেছেন এবং তা শেষ করেছেন।
27. তকেল, অর্থাৎ ওজন করা- দাঁড়িপাল্লায় আপনাকে ওজন করা হয়েছে এবং আপনি কম পড়েছেন।
28. উপারসীন, অর্থাৎ ভাগ করা- আপনার রাজ্যটা ভাগ করে মিডীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”
29. তখন বেল্শৎসরের হুকুমে দানিয়ালকে বেগুনে কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল। তাঁকে রাজ্যের তিনজন বাদশাহ্র মধ্যে একজনের পদ দেবার কথা ঘোষণা করা হল।
30. সেই রাতেই ব্যাবিলনীয়দের বাদশাহ্ বেল্শৎসরকে হত্যা করা হল,
31. আর মিডীয় দারিয়ুস বাষট্টি বছর বয়সে রাজ্যের ভার গ্রহণ করলেন।